সুনামগঞ্জে ‘মিথ্যা’ মামলা থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৩:২৩:৩২,অপরাহ্ন ৩০ জুলাই ২০২২সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘মিথ্যা’ মামলায় হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসীরা মানববন্ধন করেছেন।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে উপজেলার চকবাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাবিব মির্জার সঞ্চালনায় ও মকবুল হোসেন ভান্ডারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- আব্দুল কাদির, সিকান্দর আহমদ, আব্দুল মতিন, এ আর খোকন, শাহ আলম, ফজল করিম, মজিবুল হক, আবুল কাশেম, মোসলেম মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, চকবাজার এলাকায় ভূমিদস্যু নুরুল ইসলাম একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শান্তিপ্রিয় লোকজনকে অযথা হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় চকবাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছেন। কথিত নুরুল ইসলাম এলাকায় ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত।
এছাড়া বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে অনেকের জমি জবরদখলের অপচেষ্টায় তৎপর রয়েছেন। তার মিথ্যা মামলায় হয়রানি ও জবরদখল থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।