সুনামগঞ্জে ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:১৭,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আটককৃত নিষিদ্ধ ভারতীয় মদ, বিয়ার, নাসির উদ্দিন বিড়ি, ইয়াবা, তামাক পাতা, গাঁজা ধ্বংস করা হয়েছে।
রোববার ৪ (ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ মান্নান (এমপি)। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (এমপি)।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমানসহ সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, জেলা পুলিশ সুপার, সুনামগঞ্জ সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ সহকারী কমিশনার, জেলা শুল্ক কার্যালয় এর পরিচালক ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।