সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছেনা জানালেন হানিফ

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৮,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯মেয়াদ থাকায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছেনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ বৃহষ্পতিবার রাত ৮টায় তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ২০১৮ সালের ১৫ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিলেন আমাদের সভানেত্রী। কমিটির মেয়াদ এখনো রয়ে গেছে। তাই মেয়াদের আগে কমিটি ভাঙ্গার প্রশ্নই ওঠেনা। নেতাকর্মীদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য ২০১৬ সালের ২৫ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও কমিটি হয়নি। তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন।