সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মহিষের তাণ্ডব, আহত ১৫

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৫৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় মহিষের তাণ্ডবে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কলাউরা সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় ৭টি মহিষ নিয়ে আসে চোরাকারবারিরা। চোরাই মহিষগুলো বিক্রি করতে বৃহস্পতিবার বিকালে স্থানীয় বালিউরা বাজার অভিমুখে রওয়ানা দেয় চোরাকারবারিরা।
পথিমধ্যে একটি মহিষ দলছুট হয়ে লোকালয়ে তাণ্ডব চালিয়ে অন্তত ১৫ জনকে আহত করে। গভীর রাত অবধি ওই মহিষটি আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।
গুরুতর অবস্থায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রামের দুলু মিয়ার পুত্র ইব্রাহিম, সাদেক মিয়ার পুত্র খলিল মিয়া ও সামাদ মিয়ার পুত্র আলমগীর হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে শুক্রবার স্থানীয় ইউপি সদস্য উজায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত আলমগীর হোসেন বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছে।