সুন্দর পৃথিবী দেখতে চায় মৌলভীবাজারের দিনমজুর কয়ছর

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:২৫:১৯,অপরাহ্ন ১৭ জুলাই ২০২২দিন মজুর পরিবারের সন্তান কয়ছর মিয়া (৩২) প্রায় ৮ বছর ধরে চোখের সমস্যায় আক্রান্ত। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন।
চিকিৎসকরা বলেছেন, তাকে চট্রগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। কয়ছর মিয়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। সংসারের একমাত্র উপার্জনকারীর অসুস্থতায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
রাজমিস্ত্রি সহকারী হিসেবে এতোদিন কাজকর্ম করে সংসার কোনমতে চালালে এখন চোখের কারণে এখন উপার্জন অক্ষম হয়ে পরেছেন। দিনমজুর হিসেবে কাজ করেও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন।
চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আপনাদের সহযোগিতায় দেখতে পারবে সুন্দর পৃথিবী। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে। সাহায্য পাঠানোর ঠিকানা- মো: কয়ছর মিয়া, বিকাশ পার্সোনাল নং- ০১৩২৫৪৬০৫২৫।