সোমবার বিশ্বনাথে আনোয়ারুজ্জামান বলয়ের আনন্দ মিছিল

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৯:২৮:১৩,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯বিশ্বনাথ পৌরসভা অনুমোদন লাভ করায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে (আনোয়ারুজামান চৌধুরী) বলয়ের উদ্যোগে আগামী সোমবার ২৮ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা সদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের একটি রেষ্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাধারণ সম্পাদক ফারুক আহমদ সুরমা নিউজ টুয়েন্টি ফোর ডটনেটকে বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরের আশপাশ এলাকা নিয়ে বিশ্বনাথ শহরকে পৌরসভা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠন তথা বিশ্বনাথ পৌরবাসী ও উপজেলাবাসী আগামী সোমবার এক বিশাল আনন্দ মিছিল করবে । আমরা পৌর নির্বাচনের পূর্বে একজন আদর্শবান হাইব্রীড মুক্ত প্রশাসক চাই। কোন অনুপ্রবেশকারীকে নয়। আমরা এই অঞ্চলের মানুষ জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, বিশ্বনাথ শহরকে পৌরসভা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। জননেতা আনোয়ারুজ্জামানের নেতৃত্বে আমরা বিশ্বনাথের আওয়ামী লী, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। সোমবারের আনন্দ মিছিলে আমরা তাই প্রমাণ করবো।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুবেদুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য সাবেক যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, সাবেক সহ-প্রচার সম্পাদক বসির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল জালাল, আহসান হাবিব নোয়াব আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফি শামছুল ইসলাম, যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা শাহ আলম খোকন, মোহাম্মদ আমির আলী, রুহেল খান, সোহেল তালুকদার, সোহেল তালুকদার, ফজলুর রহমান, তোফায়েল আহমদ, জাবেদ মিয়া, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ, হুমায়ুন আহমদ, ইমরান আহমদ রিয়াদ, আলমগীর আহমদ, নূরুল ইসলাম, ফিরোজ মিয়া, নাছির উদ্দিন, রাসেল আহমদ, শংকর জ্যোতি দেব, সায়েদ মিয়া, আরকুম আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি সালমান রব্বানী, সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম প্রমুখ।