সৌদি থেকে দেশে ফেরা হলো না রেমিট্যান্স যোদ্ধা সিলেটের জমিরের

হেলাল আহমদ
প্রকাশিত হয়েছে : ৯:০৭:৪৯,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯অবশেষে সৌদি আরবের জেদ্দায় দাফন করা হলো হতভাগা প্রবাসী জমির উদ্দিনকে। আজ বাদ আসর জেদ্দা হামদানিয়ায় দুই মিনার মসজিদে জানাযার নামায শেষে তাকে সেখানে দাফন করা হয়।
জানা যায়,গত তিন দিন পূর্বে হার্ট অ্যাটাক করে জেদ্দার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাসী। পারিবারিক অযোগ্যতা অদক্ষতা ও যোগাযোগ হীনতার কারনে মরদেহ দেশে প্রেরন সম্ভব হয়নি। দেশে প্রেরনের সকল দায়িত্ব গোয়াইনঘাট প্রবাসী পরিষদ নিলেও কমিউনিটির অজান্তেই পরিবার সেই দেশে থাকা কিছু অযোগ্য প্রবাসীর ভূল তথ্যে মরহুমের কফিল কে সেদেশে দাফনের অনুমতি প্রদান করে। যা অনেক চেষ্টা করেও উড্ড করা সম্ভব হয়নি। জানা যায়, বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আহমধ আলী উপদেষ্টা ইমাম উদ্দিন, শাখা সভাপতি হেলাল আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ।
এদিকে তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম, আব্দুল আহাদ বাবুল, আব্দুল লতিফ বাবুল, আব্দুল আহাদ, আব্দুল গফুর, কেন্দ্রীয় সহ সভাপতি নিয়াজ মুর্শেদ, সেক্রেটারি জেনারেল জহির উদ্দিন, সহ সেক্রেটারি সায়েম আহমদ শাহীন, আতিকুর রহমান, বাহরাইন সেক্রেটারি নুরুল ইসলাম সৌদি আরব শাখার সেক্রেটারি রইছ উদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রফিক আহমদ মহল্লী, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শামীম আহমদ, প্রমুখ।উল্লেখ্য যে জমির উদ্দিন এর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামে।