স্ক্রিনশট গুলো প্রকাশ করেছে যে ছেলেটি সে কেমন রাসুল প্রেমিক ?

শামিম আহমেদ রেশাদ
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৫৬,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯ঠান্ডা মাথায় চিন্তা করুন যেই ছেলেটা রাসুল প্রেমিক হিসেবে স্ক্রিনশট গুলো প্রকাশ করেছে সেই ছেলেটি কেমন রাসুল প্রেমিক ??? ইনবক্সে হঠাৎ কেউ আপনাকে গালি দিলে আপনি কি করবেন ?? আপনিও গালির পরিবর্তে গালি দিবেন এটাই স্বাভাবিক । কিন্তু রাসুল প্রেমিক ওই ছেলেটি কি গালির বদলে গালি দিয়েছে ?? দেয়নি… আপনি হয়তো যুক্তি দিবেন কবিতার লাইন জুড়ে “ কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাঁয় তাই বলে কি কুকুরের গাঁয়ে কামড় দেয়া মানুষের শোভা পায় “ ।
আপনার যুক্তি মানলাম আপনি গালির বদলে গালি দেন নাই । মহানুভবতা দেখিয়েছেন । স্যালুট আপনাকে… কিন্তু আপনি পুলিশকে মারতে গেলেন কেনো ? পুলিশ কি মানুষ না মুসলিম না ??? এসময় আপনার মহানুভবতা গেলো কই ?? আপনার ফ্রেন্ডলিষ্টে কে এ্যাড আপনি কি জানেন না ?? অপরিচিত কেউ তো আপনার ফ্রেন্ডলিষ্টে এ্যাড হলে নাম দেখে বুঝা যায় কে হিন্দু কে মুসলিম !
ফ্রেন্ডলিষ্টে এ্যাড থাকা একটি লোককে কেউ কি হঠাৎ করে গালি দেয় শুয়রের বাচ্ছা তুই আমার ফ্রেন্ডলিষ্টে কি করস ? আবার গালি খাওয়া ব্যক্তিটি গালির বদলে গালি না দিয়ে প্রশ্ন করে তুই কে রে ? হোয়াটে ফানি…!! তুমি রাসুল প্রেমিক দাবি করো কিন্তু প্রথমেই রাসুলকে গালি দিলো তুমি তার ভগবান তুলে গালি দিলা না কিন্তু পুলিশকে মারতে চলে গেলা ইনবক্সের সেই গালি গুলো তুমি স্ক্রিনশট গুলো মেরে প্রচার করতে লাগলে….. তোমার অসৎ উদ্দেশ্য হলো প্রশাসনকে চাপে ফেলা, দাঙ্গা লাগানো… তুমি রাসুল প্রেমিক না তুমি একটা কাপুরুষ….