স্পেনে জন্ম, জাতীয় দল আর্জেন্টিনা, আলো ছড়াচ্ছেন ইংল্যান্ডে

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৪০,অপরাহ্ন ১২ মে ২০২২আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার; কিন্তু গোলের পর পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেড মার্ক সেলিব্রেশন ‘সিইউ’ উদযাপন করেন। এ কারণে আর্জেন্টাইন ফ্যানদের থেকে বেশ সমালোচনাও শুনতে হয়েছে আলেজান্দ্রো গারনাচোকে। তবে এসব নিয়ে তিনি ভাবতে চান না, মাঠের খেলায় মনোযোগী ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
কাল রাতে প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শকের সামনে জোড়া গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-১৮ দলকে জিতিয়েছেন যুব এফএ কাপের শিরোপা।
এর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গারনাচো। নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারানোর ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন ম্যানইউর কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। স্পেনের মাদ্রিদে জন্ম হওয়া গারনাচো এবারের যুব এফএ কাপে ৫ ম্যাচে করেছেন ৫ গোল। উজ্জ্বল পারফরম্যান্স করে জিতে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বর্ষসেরা যুব ফুটবলারের তকমা। এই সাফল্য অর্জন করেছিলেন ম্যানইউর সাবেক ফুটবলার পল স্কোলস, ফিল নেভিল, রায়ান গিগস ও বর্তমানে খেলা মার্কোস রাশফোডের মতো খেলোয়াড়রা।
২০০৪ সালের ১ জুলাই স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন গারনাচো। জন্মসূত্রে তার মা আর্জেন্টাইন। যে কারণে স্পেনের বয়সভিত্তিক দলে খেললেও পরে আর্জেন্টিনাকে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন গারনাচো। ইতিমধ্যে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড। যুব এফএ কাপের ফাইনালে শিরোপা উদযাপনের সময় গারনাচোর হাতে আর্জেন্টিনার পতাকা দেখা যায়।
গত ২৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলেও অভিষেক হয়েছে গারনাচোর। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে এক মিনিটের মতো সময় মাঠে ছিলেন এই ১৭ বছর বয়সী ফুটবলার।