হবিগঞ্জে ইয়াবাসহ ধরা খেলেন মাদক ব্যবসায়ী

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২:১৮:১৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯
হবিগঞ্জ ৪শ’ ইয়াবাসহ সেলিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সেলিম মিয়া শহরতলীর বড় বহুলা গ্রামের মশ্বব আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশীষ তালুকদার জানান, সেলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বহুলা এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ৪শ’ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।