হবিগঞ্জে দুই হাসপাতালে অনিয়ম পেয়েছে দুদক

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:০৪:০৪,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯
হবিগঞ্জে দুই হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান চালানো হয়েছে।
এ সময় জরুরি বিভাগে চিকিৎসক না থাকা, ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে আউটডোর পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক মো. এরশাদ হোসেন জানান, অভিয়মের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।