হবিগঞ্জে ফজল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:৪৭:৫৭,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফজল মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার কাগাউড়া হরিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালমান মিয়া ওই গ্রামের ফুল মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, গ্রেফতার সালমান মিয়া ও তার লোকজনদের সঙ্গে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের বজলু মিয়ার বিরোধ চলে আসছিলো। এরই জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ৬ নভেম্বর সন্ধ্যায় সালমান মিয়াসহ বেশ কয়েকজন যুবক বজলু মিয়ার ছেলে ফজল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে এ ঘটনায় ৯ নভেম্বর বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সালমানকে আটক করে।
ওসি আরো জানান, রোববার দুপুরে গ্রেফতার সালমান আদালতে হত্যকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।