হবিগঞ্জে ফার্মেসি থেকে কর্মচারীর লাশ উদ্ধার

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:২৪:৩২,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় একটি ফার্মেসির ভেতরে থাকা শয়নকক্ষ থেকে স্বপন বৈষ্ণব (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন বৈষ্ণব কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটুয়া গ্রামের ভূপেন বৈষ্ণবের ছেলে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই কাওছার মাহমুদ তোরণ জানান, স্বপন ওষুধের দোকানের কর্মচারী ছিলেন। তিনি দোকানের পেছনে থাকা কক্ষে ঘুমাতেন। সোমবার সকালে কক্ষটির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে থানায় খবর দিলে দুপুরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।