হাইব্রিডদের বাদ দিয়ে সিলেট আ.লীগে ত্যাগী নেতাদের স্থান দিন

রুহেল আহমেদ
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৩৫,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯হাইব্রিডের বাদ দিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনে ত্যাগী নেতাদের স্থান দিন। যারা উড়ে এসে জুড়ে বসে আঙ্গুলি দেখিয়ে চোখ রাঙ্গিয়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে কোন ফায়দা হবে না। বড় আক্ষেপ লাগে তখন যখন দেখি বঙ্গবন্ধুর আওয়ামী লীগে দেশবিরোধি রাজাকার ঢুকে কলকাঠি নাড়ে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে আমি তৃণমুলের এক কর্মীর অনুরোধ আসন্ন সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনটি মনিটরিং করবেন।
সিলেটের বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুস সামাদ আজাদ, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, মরহুম দেওয়ান ফরিদ গাজী, মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী তাদের স্থান জানি কোনদিন পূরণ হবার নয়। রাজনীতি আজ কলুষিত জিম্মি হোন্ডা গুন্ডা আর কালো টাকার কাছে। সেদিকে আলোচনা না করে অবিভক্ত বালাগঞ্জ-ওসমানীনগরের রাজনীতির কথা বলি যেখানে একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ তৃণমূল থেকে বেড়ে উঠা আব্দাল মিয়াদের মতো নেতাদের স্থান হয়নি।
সময়ের কাছে আমরা আজ বড় অসহায়। বর্তমান ওসমানীনগর আওয়ামী লীগের পদ-পদবী আঁকড়ে ধরা নেতৃবৃন্দ অনেকেই জানেন না প্রয়াত এমএ গনির নাম ! যার নিরলস প্রচেষ্টা আর বলিষ্ট নেতৃত্বে অবিভক্ত বালাগঞ্জের রাজপথ মিছিলে মিছিলে কানায় কানায় ভরে যেত। সেই নেতার নাম এখন কেউ আর মুখে নেয়না ! তাই মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে নিবেদন আসন্ন সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনের কমিটিতে রাজনীতির আঁতুড় ঘরে জন্ম একাত্তরের বীর সেনানী সাদিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমেদ ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়াদের মত নেতাদের যেন স্থান হয়। আমার বিনীত আবদার।
সাবেক সভাপতি গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রলীগ।