হাকালুকিতে ধরা পড়লো জোড়া বাঘাইড়

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১১:১১:৪৯,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯সিলেটের ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়লো একজোড়া বাঘাইড় মাছ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ঘিলাছড়া জিরো পয়েন্ট পর্যটন এলাকা সংলগ্ন হাকালুকি হাওরে মাছ দু’টি ধরা পড়ে। স্থানীয়রা জানান, বিকেলে পাঞ্জাল (বড় মাছের জাল) ফেলেন জেলেরা। জাল ফেলে দু’পাশ থেকে টেনে তীরে ভেড়াতেই দেখা মেলে বাঘাইড় মাছ দু’টির।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাদেদেউলী গ্রামের মুজিবুর রহমান বলেন, ৮/১০ জন জেলে পাঞ্চালটি টেনে তীরে ভেড়াতে বাঘাইড় দু’টির দেখা মেলে। এতে জেলেরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। জালে বাঘাইড় ওঠার খবর নিমিষেই ছড়িয়ে পড়লে লোকজন দেখার জন্য এসে ভিড় জমান।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, বিভিন্ন সময় বাঘাইড় হাট-বাজারে দেখলেও, জীবিত অবস্থায় এই প্রথম দেখেছি।
স্থানীয় কড়িয়া টিলার বাসিন্দা জেলে হাজি লুৎফুর রহমান বলেন, জিরো পয়েন্ট সংলগ্ন হাকালুকির অংশ জুড়ি নদীতে যুগের পর যুগ জালে-জলে তাদের মিতালি। জালে বিভিন্ন জাতের মাছ পেলেও কখনো বাঘাইড়ের দেখা মেলেনি। এই প্রথম বাঘাইড় জালে উঠলো। এই প্রাপ্তিটুকু অবশ্যই আনন্দের এবং খোদার কাছে শুকরিয়া জানাতেই হয়।
তিনি জানান, বাঘাইড় দু’টির মধ্যে আকারে বড় আইড়টি ৪৫ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। তবে মাছ দু’টি বিক্রির জন্য তারা সিলেট শহরে নিয়ে আসবেন। মাছ দু’টির ওজন প্রায় দেড় মণ হবে।