হেয়ার কাটিং ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক : পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:২৮:০৬,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯সাধারণ মানুষের জান মালের নিরিাপত্তা নিশ্চিত করতেই সম্প্রতি সুনামগঞ্জ শহরে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম। তিনি বলেন, হেয়ার কাটিং ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ। আটক করে অভিভাবককে করা হবে তলব । মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কতাও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ।
রোববার দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার।
তিনি বলেন, সুনামগঞ্জ শহরে সাধারণ মানুষের স্বার্থে পুলিশি অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষকে কোনভাবেই হয়রানি করা হবে না।
সম্প্রতি সুনামগঞ্জ শহরে পুলিশি অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মো. মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) আবু তারেক, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।