১ কোটি টাকা ব্যয়ে দিরাই কলেজ রোডের ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

দিরাই প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩২:১২,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯দিরাই পৌর শহরের প্রাণ কেন্দ্র কলেজ রোডের থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যার ড্রেনেজ কাজের উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য্য, কর আদায়কারী মোঃ দেলোয়ার হোসেন, নকশাকার আশিষ কুমার লৌহ তালুকদার প্রমুখ।