২১ জুন পর্যন্ত সিলেট থেকে লন্ডনগামী সকল ফ্লাইট বাতিল

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:১৬:১৮,অপরাহ্ন ১৯ জুন ২০২২সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বন্যার কারণে শুক্রবার দুপুর থেকে এ বিমানবন্দরটি বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান।
সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের এ তথ্য জানানো হচ্ছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট শুরু হবে।
বন্যার পানি ওসমানী বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে আসায় গতকাল শুক্রবার থেকে ফ্লাইট ওঠা–নামা বন্ধ রাখা হয়েছে।বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ গতকাল বলেছিলেন, ‘বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হবে না বলে মনে হচ্ছে।’