২৯ বছরেও এমপিওভুক্ত হয়নি তাজপুর কলেজের ডিগ্রী শাখা

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২:০৫:৩৫,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯সরকার একযোগে সারা দেশের ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করলেও এই বিশাল তালিকায় স্থান হয়নি ওসমানীনগরের তাজপুর কলেজের ডিগ্রী শাখা। ২৯ বছর ধরে ডিগ্রী কোর্স চালু থাকা কলেজটির ডিগ্রী কোর্স এমপিওভূক্ত না হওয়ায় হতাশ হয়েছেন শিক্ষক – শিক্ষার্থীরা।
জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত তাজপুর ডিগ্রী কলেজ ইন্টারমেডিয়েট (এইচএসসি) পর্যন্ত এমপিওভুক্ত রয়েছে। ২ সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত কলেজটিতে ১৯৯০ সাল থেকে ডিগ্রী কোর্স চালু রয়েছে। কিন্তু ডিগ্রী পর্যায় এমপিওভূক্ত না থাকায় অনারারি শিক্ষক দিয়েই পরিচালিত হয়ে আসছে। এতে শিক্ষকের অভাবে পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। সম্প্রতি সরকার দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করার উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার একযোগে ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা দেয়া হয়। এর মধ্যে অনেক কলেজের ডিগ্রী কোর্স এমপিওভূক্ত হয়েছে। কিন্তু তাজপুর কলেজ কর্তৃপক্ষ ডিগ্রী শাখা এমপিওভূক্তির আবেদন করলেও ঘোষিত তালিকায় কলেজটির নাম স্থান পায়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া বলেন, এইচএসসি পর্যায়ে এমপিওভূক্ত কলেজটিতে ১৯৯০ ইং থেকে ডিগ্রী কোর্স চালু রয়েছে। কিন্তু সব ধরণের যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজের ডিগ্রী পর্যায় কেন এমপিওভূক্ত হল না তা বুঝতে পারছি না।
এদিকে ঘোষিত এমপিওভূক্তির তালিকায় ওসমানীনগরের ৫টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তার মধ্যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে কেজিডিএস উচ্চ বিদ্যালয়, শাহ সিদ্দিক জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মজনু মিয়া একাডেমি, চাতলপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কলেজ পর্যায়ে বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের কলেজ শাখা এবং শাহ জালাল (রঃ) আলিম মাদ্রাসার ফাজিল শাখা রয়েছে বলে জানা গেছে। তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।