৩’শ ৮২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ৩:১৮:৫৫,অপরাহ্ন ১৬ জুলাই ২০২২সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৩’শ ৮২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম মোস্তফা (৬০) ভারুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সদর থানাধীন ঘোনা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফাকে ৩’শ ৮২ বাতল ফেন্সিডিলসহ আকট করে।
তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।