৮ হাজার ৬’শ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:১৩:৫৫,অপরাহ্ন ১৫ জুলাই ২০২২মিরসরাইয়ে ৮ হাজার ৬শ পিস ইয়াবাসহ সুব্রত কুমার নাথ (৫২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জোরারগঞ্জ থানাধীন নয়টিলা মাজার এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৮ হাজার ৬ শত পিস ভারতীয় ইয়াবা সহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ২৭ লক্ষ ৮০ হাজার টাকা।
আটককৃত আসামি সুব্রত কুমার নাথ চট্টগ্রাম নগরীর ষোলশহর ষ্টেশন, চকবাজার এলাকার
নারায়ণ চন্দ্র নাথ এর পুত্র।
বিজিবি ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন হয়ে খাগড়াছড়ির রামগড় থেকে একটা ইয়াবা চালান ফেনীর দিকে যাচ্ছে সেই প্রেক্ষিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার নামক স্থানে বিশেষ টহল দল ঐ স্থানে গমন করে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ১ ব্যক্তিকে মোটর সাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে তাৎক্ষণিকভাবে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল খুব দ্রুত তার দিকে অগ্রসর হয় এবং মোটরসাইকেলসহ আরোহীকে আটক করেন। পরবর্তীতে মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় মোটর সাইকেলের সীটের নীচ হতে ৮,৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।