জুড়ীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৩১,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সম্প্রতি বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পের অধীন গৃহহীনদের জন্য নির্মিত গৃহসমূহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী বিভাগীয় কমিশনার উপকারভোগীদের অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের বিষয় পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি ৩য় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মাণাধীন গৃহের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।