বালাগঞ্জে এমপি হাবিব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন

বালাগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:২২,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২১সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সাধারন মানুষ স্বাস্থ্য সেবা পায় সেলক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি রোববার (৫ ডিসেম্বর) দুপুর উপজেলা হাসপাতাল হলরুমে বালাগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসাবে সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি করোনাকালীন সমযে যে সমস্ত ডাক্তার, নার্স জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামগ্রিক সমস্যা সমাধানসহ রোগীদের সেবা নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্বপৈলনপুর এর নবনির্বাচিত চেয়ারম্যান শিহাবউদ্দিন শিহাব, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, তুহিন মনসুর, নয়ন তালুকদারসহ প্রশাসনিক কর্মকর্তাসহ সুধীজন।
পরে তিনি হাসপাতালে কুশিয়ারা নদী ভাংগন, নবনির্মিত ভবন ও হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে অসহায় দুস্থদের মধ্য টেউটিন ও নগদ অর্থ বিতরণসহ বালাগঞ্জ ইউনিয়ন এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।