মাধবপুরে দখলকৃত জায়গার ঘর উচ্ছেদ

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৫০:১২,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২২হবিগঞ্জের মাধবপুর আদালতের নির্দেশে প্রভাবশালীদের দ্বারা দখলকৃত জায়গার ঘর উচ্ছেদ করে বাদি কে বুজিয়ে দিয়েছে প্রশাসন।
বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও আদালত থেকে প্রেরনকৃত সার্ভেয়ার মোঃ জিন্নত আলী পূর্ব মাধবপুর এলাকায় গিয়ে গুনু মিয়া তার ছেলে ছুরুক মিয়াদের নিকট থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের কে বুজিয়ে দেয়।
সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পূর্ব মাধবপুর মৌজার ২৮ শতক ভুমি থেকে গুনু মিয়ার লোকদের উচ্ছেদ করার জন্য হাবিব উল্লাহ ও তার ভাই মিলে আদালতে একটি আবেদন করলে সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ বেগম তনিয়া ইসলাম দখলকারীদের উচ্ছেদ করে হাবিব উল্লাহদের বুজিয়ে দিতে আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে দখলকারদের কাছে থেকে জায়গা উদ্ধার করে হাবিব উল্লাহ ও তার ভাইদের বুজিয়ে দেওয়া হয়।