মাস্ক না পরায় লন্ডনে এক দিনে ৩০ হাজার পাউন্ড জরিমানা আদায়

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৪৭,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২১
লন্ডন পাতাল রেলে শনিবার নতুন করে ১৫০ জন মাস্ক ছাড়া যাত্রীকে ২০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে। এতে একদিনেই মাস্ক না পরার অপরাধে ৩০ হাজার ৪০০ পাউন্ড জরিমানা করা হলো। এর আগে গত মঙ্গলবার থেকে যুক্তরাজ্য সরকার পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে। ওই দিনই মাস্ক না পরার অপরাধে ১৫২ জন যাত্রীকে ২০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছিল। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এসব তথ্য জানিয়েছে।
তারা আরও জানায়, শনিবার মাস্ক না থাকায় ১২৫ জন যাত্রীকে টিএফএল এর সেবা ছেড়ে যেতে বলা হয়। ১২৭ জনকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয় নি। এবং ৫ হাজার ১ শত যাত্রীকে মাস্ক পরিধানের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।
এর আগে ব্রিটেনের রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন (আরএমটি) জানায়, রেল ভ্রমণের সময় যাত্রীরা ফেস মাস্ক ব্যবহারে সবচেয়ে বেশি উদাসিন থাকে। তাদের মাস্ক পরাতে রেলের স্টাফদের বেশ বেগ পেতে হয়। অনেক সময় কিছু মাস্ক না পরা যাত্রী রেলের স্টাফদের সাথে ঝগড়ায় লিপ্ত হন।
আরএমটি-এর জেনারেল সেক্রেটারি মাইক লিঞ্চ বলেন, ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করা এবং তাদের নজরদারি করতে আরও বেশি জনবল দরকার। মাস্ক পরা নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, “মাস্ক পরলে ৫৩ শতাংশ করোনা সংক্রমণ কমানো সম্ভব। এখন আর ঝুঁকি নেওয়ার সময় নেই। তাই দয়া করে আপনারা সবাই মাস্ক পরুন।”