মিরসরাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রনু বড়ুয়া

মিরসরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:২১:৫৮,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২২ইসলামের রীতিনীতি, কালচার, ঐক্য, ভাতৃত্ববোধ, সহানুভূতি, সহনশীলতা, সম্প্রীতি, কোরআন তিলাওয়াত ও ওয়াজ মাহফিল ইত্যাদির প্রতি আকৃষ্ট ও অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ২ বছর ধরে চেষ্টা-সাধনা করে অবশেষে হলফনামা সম্পন্ন করে শুক্রবার (৭ জানুয়ারি) জুমার নামাজের সময় আনুষ্ঠানিকভাবে পবিত্র কালেমা পাঠ করে ইসলামের ছায়াতলে এলেন মোহাম্মদ ইয়াছিন।
কালেমা পাঠ করান ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার পূর্ব পাড়ার বাসিন্দা অরবিন্দু বড়ুয়া ও পংকি বড়ুয়ার পুত্র রনু বড়ুয়া (বর্তমানে মোহাম্মদ ইয়াছিন) বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পেশায় সে একজন রাজমিস্ত্রী।
ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, রনু বড়ুয়া ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার কাছে আসে। আমি তাকে ভালোভাবে বুঝে, সময় নিয়ে চিন্তা করে ইসলামের ছায়াতলে আসার অনুরোধ জানাই। দীর্ঘদিন যাবৎ যাচাই-বাছাই শেষে, হলফনামা সম্পন্ন করে, জাতীয় পরিচয় পত্র ভেরিফাই কপি নিয়ে আমার কাছে আসলে আমি তাকে জুমার নামাজের সময় আনুষ্ঠানিকভাবে উপস্থিত মুসল্লীদের সম্মুখে পবিত্র কালেমা পাঠ করাই। তার পূর্বের নাম ছিলো রনু বড়ুয়া এবং বর্তমান পছন্দের নাম মোহাম্মদ ইয়াছিন।
ইকবাল হোসেন নামে একজন জানান, রনু বড়ুয়ার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। সে মিরসরাইয়ে রাজমিস্ত্রীর কাজ করে। দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্ম নিয়ে সে যাচাই-বাছাই করে হলফনামা সম্পন্ন করে আসলে আমরা তাকে নুরুল আলম তৌহিদী স্যারের সাথে সাক্ষাৎ করে দিই। তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে।
সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা মোহাম্মদ ইয়াছিন জানান, দীর্ঘ ২ বছর চেষ্টা সাধনা করে কোন রকম প্ররোচনা ছাড়া তিনি কেবলমাত্র কুরআন তিলাওয়াত ও ওয়াজ শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।