মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন রাস্তা প্রশস্থকরণে কাজ শুরু করেছেন পৌর মেয়র

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:২৬,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডের প্রশস্থ করার কাজ সফলভাবে শেষ করার পর এবার মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রশস্থকরনের কাজে হাত দিয়েছেন পৌর মেয়র ফজলুর রহমান।
বৃহস্পতিবার তিনি ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী পালকে সাথে নিয়ে ১নং ওয়ার্ডের তিনটি রাস্তার প্রায় ৯শ’ মিটার সড়ক প্রশস্থকরনের কাজ শুরু করেন। এসময় মেয়র স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পালের বাড়ির সম্মুখের রাস্তা, কাউন্সিলরের বোনের বাড়ির সম্মুখের রাস্তা ও বিকাশ বাবুর বাড়ির সম্মুখের রাস্তা প্রশস্থকরনের জন্য বাড়ির মালিকদের সাথে নিয়ে দেয়াল ভাঙার কাজ শুরু করেন।
এসব রাস্তা বর্তমানে কোথাও ৮ফুট আবার কোথাও ৯ ফুট রয়েছে। এই রাস্তাগুলোকে ১৪ ফুটে প্রশস্থ করার উদ্যোগ নেয়া হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমান জানান, রাস্তা প্রশস্থকরনের ধারাবাহিকতায় এই কাজ শুরু হয়েছে। এলাকার মানুষ খুবই সহযোগিতা করছে।
প্রতিটি রাস্তা প্রশস্থকরনের জন্য দেয়াল ভাঙাসহ অন্যান্য কাজ শুরু হয়ে গেছে। বাড়ির মালিকরা স্ব-উদ্যোগে দেয়াল ভাঙার কাজে সহযোগিতা করছেন। প্রাথমিকভাবে এসব কাজ শেষে প্রতিটি রাস্তা পাকাকরনের কাজ শুরু হবে বলে তিনি জানান।