শায়খ ইসহাক আল মাদানী অসুস্থ দোয়ার আবেদন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৪০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২২সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সাবেক দ্বায়ী, বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিন এর কেন্দ্রীয় উপদেষ্টা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেট এর প্রতিষ্ঠাকালীন শায়খুল হাদীস, দেশে বিদেশে কর্মরত অসংখ্য ইমাম, খতীব, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিসগনের উস্তাদ আল্লামা শায়খ ইসহাক আল মাদানী করোনা আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তার সুস্থতার জন্য দেশ-বিদেশের সবার কাছে তিনি দোয়ার আবেদন করেছেন। মহান আল্লাহ তায়ালা শায়খকে শিফা কামিলা দান করুন। আমিন।