সারওয়ার চৌধুরীর গল্প গ্রন্থ ‘কাঙাল ভালোবাসা’

সোনিয়া কাদির ::
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৩৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২১সারওয়ার চৌধুরীর লেখা বিভিন্ন পত্র পত্রিকাে এবং ফেসবুকে প্রায়ই পড়ি কিন্তু তার লিখিত গল্প গ্রন্থ ‘কাঙাল ভালোবাসা’ পাঠের পর আমার মনে হলো – প্রভাত সূর্যের মত প্রবল সম্ভাবনা নিয়ে সারওয়ার চৌধুরী লেখার জগতে উদিত হয়েছেন ।
সাহিত্যের প্রতি ভালোবাসা এবং রক্তের উত্তরাধিকার অতি ব্যস্থতার মধ্য ও তাকে সাহিত্য অঙ্গনে টেনে এনেছে । সারওয়ারের বংশে জন্ম , কবি লাভলী চৌধুরীসহ আরো ও কয়েকজন স্বনামধন্য সাহিত্যিকের । সারওয়ার দেশছাড়া আমেরিকান প্রবাসী । বইটি যাদের জীবনযাপন , উপলক্ষ্য করে লিখেছেন তারাও তার মত পরবাসী ।
বাংলা সাহিত্যে অনার্স ও মাষ্টার্স ডিগ্রীধারী , সারওয়ারের চোখে আছে তীক্ষ্ণ দরদী লেন্স্ । সে দরদী লেন্সে প্রতিদিনের সাধারণ ঘটনা ও অসাধারন হয়ে ধরা পড়েছে । প্রবাসী পরিশ্রমী মানুষদের মনের অতলে স্পর্শ করে তিনি তার বইতে মূর্ত্য করেছেন তাদের মানসিক টানাপোড়েন , ভালোবাসার প্রতিকূলতা, অনুকূলতা ।বইটি পাঠে প্রবাসী বাঙালীজনদের ভালোবাসার কথা ” দুধে আমে মিশে থাকতে দেখি ” ।
সর্বমোট ১২ টি গল্পের ৯ টির নামের সাথে যুক্ত ভালোবাসা শব্দটি । লেখকের এই ভালোবাসার আখ্যানে , লাইলী মজনুর মত প্রেম নেই , আদিরসাত্বক সংলাপ নেই, বালক বালিকা মনে শিহরণ তুলে রগরগে প্রেম জাগ্রত করার উপাদান নেই। আছে বিচিত্র রকম মানবিক ভালোবাসার ধারাপাত।
সময় বদলায়, মানুষের জীবনযাত্রা বদলায় , গল্পের রূপ, ধরন- ধারণ ও বদলায় । পরিশীলিত, মার্জিত ছোট গল্পের উদ্ভাস রবীন্দ্রনাথের হাতে । কালের পরিক্রমায় ছোট গল্প তার আঙ্গিক, বিষয় পরিবর্তন করে রবীন্দ্রনাথের উত্তরসূরী সারওয়ার চৌধুরীদের মতো সম্ভাবনাময় গল্পকারদের হাতে । লেখক তার প্রতিটি গল্পে মানুষের গল্প বলেছেন ।
বইয়ের ৫ ম গল্প ” ভালোবাসার তৃষ্ণা ” গল্পটি পড়ে আমার মনে হয়েছে উক্ত বইয়ে লেখক , ১২ টি গল্প দিয়ে কাঠামো গড়ে , হৃদয় সংযোজন করেছেন ” ভালোবাসার তৃষ্ণা ” গল্পটিতে । উক্ত গল্পে প্রথম থেকে রহস্য ও আগ্রহ জাগিয়ে, দক্ষ ফর্মূলায় লেখক , আমেরিকার নিঃসঙ্গ মানুষের গল্প রচিত করেছেন । এক নিঃসঙ্গ জননীর গল্পে আবহমান কালের বিশ্ব জননীর মমতাময়ী রূপের গল্প বলেছেন ।
সময় পাল্টাচ্ছে , প্রবাসীরা আগের সেই অবস্থানে নেই । ৫০ বৎসর পর বইটি পড়ে পরবর্তী প্রজন্ম জানবে , তাদের প্রবাসী বাবা – চাচাদের গল্প । এই গ্রন্থটির নিপুণ শব্দসজ্জা , পৃষ্ঠাসজ্জা , ঝরঝরে লেখা ও মানানসই প্রচ্ছদ । বইটি সব বয়সী এবং সব মানসিকতার পাঠক উপযোগি । সারওয়ার চৌধুরীর লেখার গতি অব্যাহত থাকুক ।
নিউইয়র্ক
ফোন 347 570 6192