সিলেটে বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:০১:২১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২১সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ফেনির সোনাগাজি থানার মৃত নুরুল হকের ছেলে। তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রোববার দুপুরে ঢাকা দক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া তলাহাল গ্রামে জয়নাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে লাইনম্যান শাহাদাত হোসেন তার জোড়া দিতে বিদ্যুতের খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম।