সুরমানিউজ’র প্রকাশনা ‘সূর্যোদয়ে’র মোড়ক উন্মোচন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:১৯:২৭,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২১মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুরমানিউজ ২৪ডট নেট এর বিশেষ প্রকাশনা সূর্যোদয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছ’টায় সুরমানিউজ ২৪ডট নেট এর বাংলাদেশ অফিসে ‘সূর্যোদয়’ এর মোড়ক উন্মোচিত হয়।
এসময় অতিথিসহ আগত সুধীজন করতালির মাধ্যমে উচ্ছ্বাস ব্যক্ত করেন। ক্রিড়া সংগঠক ও ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নুরের সঞ্চালনায় ও ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল মতিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিলাল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সুরমানিউজ ২৪ডট নেট এর এডভাইজার মোদাচ্ছির খান, ফাউন্ডার মেহের উদ্দিন শিকদার, ওসমানীনগর সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা, কবি ও নাট্যকার ইয়াসীন সেলিম, ।
আলোচনায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এবং সুরমা নিউজের প্রকাশনা সূর্যোদয়ের ধারাবাহিক আত্মপ্রকাশের আশাও ব্যক্ত করেন তারা। মোদাচ্ছির খান বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমরা ইতিহাস নির্ভর লেখা নিয়ে আগামীতে আরও বিশাল কলেবরে ‘সূর্যোদয়’ আপনাদের আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক লিটন দেব জয়, ওসমানীনগর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, কামরুল ইসলাম, সুবের আহমেদ, ধারাভাষ্যকার ও মিউজিসিয়ান সাইদুর রাহমান, সাংবাদিক রায়হান আহমেদ, হাবিব চৌধুরী,আমির আলী, রকিব আলী ও ইসলাম উদ্দিন, আনহার আহমেদ, আজির চৌধুরী, হাসান রাশেদ হোসাইন, আশরাফ আহমেদ, নাঈম ইসলাম প্রমুখ।